সর্বকালের সেরা স্ট্রাইকার কে, ফুটবলের সর্বকালের স্ট্রাইকারের তালিকা। সারা বিশ্বের ফুটবল প্রেমীদের, সব সময়কার একটি বিতর্কিত প্রশ্ন, ফুটবলে সর্বকালের সেরা স্ট্রাইকার কে? ফুটবলে সর্বকালের সেরা স্ট্রাইকার কোন দেশের? ফুটবলে সর্বকালের সেরা স্ট্রাইকার বিতর্কে অনেকেই ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোকে মনে করেন আবার অনেকেই মনে করেন আর্জেন্টিনার গোল্ডেন বয় লিওনেল মেসিকে।
কেউ কেউ পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো কেউ বিশ্বের সর্বকালের সেরা স্ট্রাইকার মনে করেন। আজকের প্রতিবেদনটিতে বিশ্বের সেরা সেরা স্ট্রাইকারের পরিসংখ্যান ও জনপ্রিয়তা বিচারে বিশ্বের সর্বকালের সেরা স্ট্রাইকার কে তা আপনাদের জানানো হবে।

সর্বকালের সেরা স্ট্রাইকার কে
বিশ্বের সর্বকালের সেরা স্ট্রাইকারকে বেছে নিতে আমরা প্রথমে বিশ্বের এমন কিছু স্ট্রাইকারকে বেছে নিব যারা বিশ্ব ফুটবলে হয়ে আছে চির স্মরণীয়। বিশ্বের সর্বকালের সেরা স্ট্রাইকার নির্বাচনে আমরা শুধুমাত্র পরিসংখ্যানিক তথ্যই বিবেচনা করব না সাথে বিবেচনা করা হবে তার জনপ্রিয়তার মাত্রা। তাহলে চলুন দেখে আসি বিশ্বের সর্বকালের সেরা সেরা স্ট্রাইকারদের পরিসংখ্যান ও জনপ্রিয়তা।
লিওনেল মেসি
আর্জেন্টিনার সুপারস্টার, জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি যেন এক ভিন্ন গ্রহের ফুটবলার। লিওনেল মেসি,সে তো একবিংশ শতাব্দীর এক বিস্ময়কর ফুটবলারের নাম। ১৯৮৭ সালে আর্জেন্টিনার রোজারিও তে জন্ম নেওয়া এই ফুটবলার বড় হয়েছে স্বদেশী ফুটবলার দিয়াগো ম্যারাডোনা, গাব্রিয়েল বাতিস্ততাদের বিশ্বজয়ের গল্প শুনে। লিওনেল মেসি তখন থেকেই স্বপ্ন দেখতেন নিজেও একদিন জয় করবেন বিশ্বকাপ, আর্জেন্টিনাকে এনে দিবেন বিশ্বকাপ শিরোপা। কিন্তু তার এই স্বপ্ন যেন বার,বার তাকে হতাশা করছিল।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে উঠেও জার্মানির কাছে শেষ দিকে গোল খেয়ে স্বপ্নভঙ্গ। তারপর ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও করতে পারেনি স্বপ্ন পূরণ। তারপর তো একসময় হতাশা, রাগ আর অভিমানে নিয়ে নেন ফুটবল থেকে বিদায়। কিন্তু যোদ্ধারা যে ফিরে আসে বারবার, তারা ফিরে আসে দেশের জন্য, শক্তি ফিরে পাই স্বপ্নপূরণের এক অদম্য ইচ্ছায়।ঈশ্বর এবার আর তাকে হতাশা করেনি, দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপের তৃতীয় শিরোপা।
কাতার বিশ্বকাপ ২০২২ এ হয়েছেন সেরা খেলোয়াড়, জিতেছেন গোল্ডেন বল। কাতার বিশ্বকাপ ২০২২ এ ৭টি গোলসহ সর্বমোট ৫টি(২০০৬,২০১০,২০১৪,২০১৮,২০২২) বিশ্বকাপে অংশগ্রহণ করে ২৬ টি ম্যাচ খেলে গোল করেছেন ১৩ টি। যেটি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে কোন স্ট্রাইকারের সর্বোচ্চ গোল। লিওনেল মেসি, আর্জেন্টিনার হয়ে শুধু বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাই নন তিনি আর্জেন্টিনার হয়ে জাতীয় দলে খেলা ফুটবলারদের মধ্যেও সর্বকালের সেরা গোলদাতা। লিওনেল মেসি এখনো পর্যন্ত আর্জেন্টিনার হয়ে জাতীয় দলে ম্যাচ খেলেছে ১৭২ টি, যেখানে ৯৮ টি গোল করার পাশাপাশি করেছে ৫৫ টি আসিস্টও।
আর্জেন্টিনায় মেসির গোল সংখ্য
কম্পিটিশন | ম্যাচ | গোল | এসিস্ট |
বিশ্বকাপ বাছাই পর্ব | ৬০ | ২৮ | ১১ |
কোপা আমেরিকা | ৩৪ | ১৩ | ১৭ |
বিশ্বকাপ | ২৬ | ১৩ | ০৮ |
অন্তর্জাতিক ফ্রেন্ডি | ৫১ | ৪৪ | ১৭ |
আর্টেমিস ফ্রেন্সি কাপ | ১ | ০ | ০২ |
সর্বমোট | ১৭২ | ৯৮ | ৫৫ |
লিওনেল মেসি, বিশ্বের একমাত্র ফুটবলার যিনি এখনো পর্যন্ত ৭বার ব্যালন ডি অর জয় লাভ করেছে। হয়েছেন দুইবার ফিফা মনোনীত বেস্ট ফুটবলার। এছাড়াও লিওনেল মেসি দেশের হয়ে জয় করেছেন কোপা আমেরিকা, বিশ্বকাপ এর মত শিরোপা। ফুটবলে লিওনেল মেসির এমন সব কৃতিত্বের জন্য ফুটবলের সর্বকালের সেরা স্ট্রাইকার মনে করা হয়।এ তো গেল আর্জেন্টিনার হয়ে বিশ্বজয়ের গল্প, চলুন দেখে আসি লিওনেল মেসির ক্লাব ক্যারিয়ার, পরিসংখ্যান এবং অর্জন।
বার্সেলোনায় লিওনেল মেসি
লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে যতটা পরিচিত মুখ তার থেকে অনেক বেশি পরিচিত বার্সেলোনার মেসি নামে। লিওনেল মেসি মাত্র ১৩ বছর বয়সে ইউরোপের ক্লাব বার্সেলোনায় চুক্তিবদ্ধ হয়। তারপর থেকে লিওনেল মেসি ২০২১ সাল পর্যন্ত থাকেন ইউরোপের ক্লাব বার্সেলোনায়। বার্সেলোনা হয়ে লিওনেল মেসির ২০০৫ সালে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হয় তারপর থেকে ২০২১ সাল পর্যন্ত লিওনেল মেসি বার্সেলোনার জার্সিতে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় মাঠে নেমেছেন ৭৭৮ বার এবং বার্সেলোনার হয়ে এই ৭৭৮ ম্যাচ খেলে গোল করেছেন ৬৭২টি।
বার্সেলোনার ইতিহাসে লিওনেল মেসি একমাত্র স্ট্রাইকার যিনি বার্সেলোনার জার্সিতে এতগুলি গোল করেছেন। লিওনেল মেসি বার্সেলোনায় তার সুদীর্ঘ ক্যারিয়ার বার্সেলোনার হয়ে জিতেছেন ৩৫ টি ট্রফি। বার্সেলোনার ইতিহাসে কোন স্ট্রাইকার বার্সেলোনা হয়ে এত বেশি সংখ্যক ট্রফি জয় করতে পারেনি। লিওনেল মেসি ২০২১ সালে বার্সেলোনার সাথে দুই যুগের ও বেশি সময়ের সম্পর্ক চুকিয়ে পাড়ি জমায় ইউরোপের আরেক ক্লাব পিএসজিতে। চলুন দেখে আসি লিওনেল মেসির বার্সেলোনায় গোল পরিসংখ্যান।
মোট ম্যাচ: ৭৭৮
মোট গোল: ৬৭২
শিরোপা জয়: চ্যাম্পিয়নস লিগ ৪বার ( ১৪/১৫, ১০/১১, ০৮/০৯, ০৫/০৬ ), স্পানিশা চ্যাম্পিয়ান ১০বার, উয়েফা সুপার কাপ ৩বার, স্পানিশা কাপ ৭বার, স্পানিশা সুপার কাপ ৮বার।
পিএসজিতে লিওনেল মেসি
লিওনেল মেসি,২০২১ সালে বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব পিএসজিতে চুক্তিবদ্ধ হন ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফরে। লিওনেল মেসি পিএসজিতে যোগ দেয়ার পর থেকে ক্লাব কি পেয়েছে জনপ্রিয়তার ভিন্নমাত্রা। বর্তমানে ইউরোপের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্লাব মনে করা হয় পিএসজিকে। লিওনেল মেসি পিএসজিতে এখনো পর্যন্ত ৫৫ টি ম্যাচ খেলে গোল করেছেন ২৪ টি। চলুন দেখে আসি পিএসজিতে লিওনেল মেসির গোল সংখ্যা।
মোট ম্যাচ: ৫৫
মোট গোল: ২৪
শিরোপা জয়: ফ্রান্স সুপার কাপ ১ বার ( ২২/২৩ )
লিওনেল মেসি কেন সর্বকালের সেরা স্ট্রাইকার
বিশ্বের সর্বকালের সেরা, সেরা স্ট্রাইকারদের মধ্যে রয়েছে ব্রাজিলের রোনাল্ডো, আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনা, গাবরিয়েল বাতিস্তাতা, জার্মানির মিরস্লাভ ক্লোসা, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোরা। চলুন দেখে আসি কেমন ছিল তাদের গোল প্রতিভা, বিশ্বসেরা এই স্ট্রাইকারদের কেমন ছিল জনপ্রিয়তা।
সর্বকালের সেরা স্ট্রাইকার ব্রাজিলের রোনাল্ডো
বিশ্বের সর্বকালের সেরা স্ট্রাইকার প্রশ্নে অনেকেই ব্রাজিলের রোনাল্ডোকে মনে করে থাকেন। রোনাল্ডো ব্রাজিলের হয়ে ৯৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে গোল করেছেন ৬২ টি। এরমধ্যে বিশ্বকাপে রয়েছে ১৫ টি গোল।দেশের হয়ে জিতেছেন দুটি বিশ্বকাপ। রোনাল্ডো ২০০২ বিশ্বকাপে ছিলেন সর্বোচ্চ গোলদাতা জিতেছিলেন গোল্ডেন বুট।
রোনাল্ডো তিনবার ফিফা নির্বাচিত বেস্ট ফুটবলার এছাড়াও রোনালদো দুইবার জয় করেন ব্যালন ডি-অর।প্রতিপক্ষের ডি বক্সের ভিতরে রোনালদো ছিল এক আতঙ্কের নাম। ক্যারিয়ারের শেষের দিকে হাটুর ইনজুরিতে পড়ায় রোনাল্ডো বেশিরভাগ সময় প্রতিপক্ষের ডি বক্সে অপেক্ষা করতে বলার জন্য। রোনাল্ডোর পায়ে বল পৌঁছে দেয়া মানেই গোলের সম্ভাবনা থাকতো বেশিরভাগ ক্ষেত্রে।
ব্রাজিলের এই সুপারস্টারকে বিশ্বের সর্বকালের সবচেয়ে শক্তিশালী স্ট্রাইকার মনে করা হয়। রোনাল্ডো নিজ দেশ ব্রাজিলের হয়ে এতসব অর্জনের পাশাপাশি সুদীর্ঘ ক্লাব ক্যারিয়ারে ৫১৮ টি ম্যাচ খেলে গোল করেছেন ৩৫২ টি। রোনাল্ডো তার ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি সমৃদ্ধ ছিল রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের হয়ে। রিয়াল মাদ্রিদ খেলা কালীন রোনাল্ডো ১৭৭ টি ম্যাচ খেলে গোল করেছিলেন ১০৪ টি এছাড়াও ইন্টার মিলানে রোনাল্ডো ম্যাচ খেলেন ৯৯ টি যেখানে গোল করেছিলেন ৫৯।
বিষয়ে অন্যতম সেরা এই স্ট্রাইকার তার সেরা সময় থাকতেই তার অবসর নেন হাটুর ইনজুরিতে। এতসব অর্জনের কারণে ব্রাজিলের এই গোল্ডেন বয় কে বিশ্বের সর্বকালের সেরা স্ট্রাইকার মনে করা হয়।
আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনা গাবরিয়েল বাতিস্ততা
লিওনেল মেসির আবির্ভাবের পূর্বে এমনকি এখনো অনেকেই আর্জেন্টিনার সর্বকালের সেরা স্ট্রাইকার মনে করে থাকেন দিয়াগো ম্যারাডোনা ও গ্যাবরেল বাতিস্তাতাকে।কিন্তু তাদের স্বদেশে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা ও লিওনেল মেসি তার পুরো ফুটবল ক্যারিয়ারে এত এত সব অর্জনের জন্য জনপ্রিয়তায় শীর্ষ উঠেছে লিওনেল মেসির নাম।
পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো কে মেসির সমসাময়িক সময়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। ক্রিশ্চিয়ানো রোনালদো এমন একটি স্ট্রাইকার যিনি দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ক্রিশ্চানো রোনালদো পর্তুগালের হয়ে ১৯৬ টি ম্যাচ খেলে গোল করেছেন ১১৮টি। যা কোন স্ট্রাইকার এর দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। এছাড়াও ক্রিশ্চিয়ানো রোনালদো তার সুদীর্ঘ ক্লাব ক্যারিয়ার বিভিন্ন ক্লাবের হয়ে ৯৫০টি ম্যাচ খেলে গোল করেছেন ৭০১ টি।
জিতেছেন অসংখ্য ট্রফি। রোনালদো দুইবার ফিফা বর্ষসেরা ফুটবলের নির্বাচিত হয়েছেন এছাড়াও তিনি পাঁচবার ব্যালন ডি অর জয় লাভ করেছেন। ক্রিশ্চানো রোনালদো নির্দেশ পর্তুগালের হয়ে দিতেছেন ইউরো কাপ। এতসব অর্জনের কারণে ক্রিশ্চিয়ানো রোনালদো কে অনেকেই বিশ্বসেরা স্ট্রাইকার মনে করে থাকেন।
বিশ্বের সর্বকালের সেরা স্ট্রাইকার কে তার উত্তরে অনেক বিতর্ক থাকলেও পরিসংখ্যান ও বর্তমান জনপ্রিয়তা বিবেচনায় আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসিকে বিশ্বের সর্বকালের সেরা স্ট্রাইকার মনে করা হয়।