বন্ধুরা আজ আমরা আলোচনা করব মেসি ও রোনালদোর গোল সংখ্যা এবং তার বিভিন্ন বিষয় সম্পর্কে। মেসির ক্লাব এবং জাতীয় দল মিলে সকল
প্রিয় বন্ধুরা মেসি ও রোনালদোর গোল সংখ্যা এ সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই অনেক ভাবে গুগল অথবা ইউটিউব এ সার্চ করে থাকেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব মেসি ও রোনালদোর গোল সংখ্যা এবং মেসি আর রোনালদো সম্পর্কে বিস্তারিত। আজকের এই আর্টিকেলে আমরা আরো আলোচনা করব মেসি এবং রোনালদো তাদের ক্যারিয়ারে জাতীয় দল আর ক্লাবের হয়ে কে কত গোল করেছে।
মেসি ও রোনালদোর গোল সংখ্যা এবং সে সম্পর্কে বিস্তারিত
এখন আমরা মেসি রোনালদোর ক্যারিয়ারে গোল সংখ্যা এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনাদের বুঝার সুবিধার্থে নিচে মেসি এবং রোনালদোর ক্লবা এবং জাতীয় দলের হয়ে গোল সংখ্যা এ সম্পর্কে নিচে আলোচনা করা হলো। মেসি ও রোনালদোর সম্পর্কে আর্টিকেলটি পড়তে থাকুন আপনারা যার মেসি এবং রোনালদোর গোল সংখ্যা কত এ বিষয়ে জানতে চান তারা আমাদের আর্টিকেলটি পড়তে থাকুন।
লিওনেল মেসির ক্যারিয়ারের মোট গোল
লিওনাল মেসির জন্ম আর্জেন্টিনায়। আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই বিশ্ব বিখ্যাত ফুটবলারকে অনেকেই অন্যন্যা এক ফুটবলের প্রতিভার ফুটবলার হিসেবে মনে করেন। মেসি বিশ্বসেরা ফুটবলার কিনা এ বিষয়ে অনেক মতবিরোধ থাকলেও কিছু দিন আগে শেষ হওয়া কাতার বিশ্বকাপে সেই মতবিরোধ অনেকটাই দূর হয়েছে। লিওনেল মেসি ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে জিতিয়েছে।
লিওনাল মেসি ২০২২ কাতার বিশ্বকাপে সেরা খেলোয়াড় হয়েছেন। মেসি তার ক্যারিয়ারের প্রায় সম্পূর্ণ সময়টা খেলেছেন স্পেনের ক্লাব বার্সেলোনায়। মেসি বার্সেলোনাকে জিতিয়েছে অসংখ্য ট্রফি এবং নিজে জিতেছেন বিশ্বসেরা রেকর্ড ৭ টি ব্যালন ডি’অর। এরকম আরো অসংখ্য সব কীর্তির জন্য মেসিকে বর্তমানে আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার বলা হয়। মেসিকে বর্তমানে আর্জেন্টিনা না সারা পৃথিবীর মানুষ সেরা ফুটবলার হিসেবে জানে।
এখন আমরা জানব লিওনেল মেসি তার ফুটবল ক্যারিয়ারে সর্বমোট কত গোল করেছে। চলুন জেনে নিই মেসির দলভেদে ম্যাচ এবং গোলের সংখ্যা কত।
দল/ক্লাবের নাম | মোট ম্যাচ | মোট গোলের সংখ্যা |
আর্জেন্টিনা | ১৭৪ | ১০২ |
বার্সোলোনা | ৭৭৮ | ৬৭২ |
পিএসজি | ৬৬ | ২৯ |
মোট | ১০১৮ | ৮০৩ |
তাহলে আমরা জানতে পারলাম লিওনেল মেসি আর্জেন্টিনা, বার্সোলোনা, পিএসজির হয়ে মোট ১০১৮ ম্যাচ খেলে ৮০৩ টি গোল করেছেন।
আর্জেন্টিনার হয়ে মেসির মোট গোল
লিওনেল মেসি ২০০৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে জাতীয় দলের হয়ে খেলেছেন। মেসি আর্জেন্টিনার হয়ে ১৭৪ টি ম্যাচ খেলে ১০২ টি গোল করেছেন, যা একজন আর্জেন্টাইন হিসেবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। লিওনেল মেসির পর আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সেরা গোলদাতার তালিকায় রয়েছে গ্যাব্রিয়েল বাতিস্তুতার। তার মোট গোল সংখ্যা ৫৪ টি। চলুন দেখে নিই ২০০৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে মেসির গোল সংখ্যা।
বছর | মোট ম্যাচ | মোট গোলের সংখ্যা |
২০০৫-০৮ | ৩৪ | ১০ |
২০০৯-১২ | ৪২ | ২১ |
২০১৩-১৬ | ৪০ | ২৬ |
২০১৭-২০ | ২৬ | ১৪ |
২০২১-২৩ | ৩০ | ২৯ |
মোট | ১৭৪ | ১০২ |
রোনালদোর ক্যারিয়ারের মোট গোল সংখ্যা
ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই গোল বা গোলদাতা। রোনালদো তার ২০ বছরের ক্যারিয়ারে পর্তুগিজের হয়ে যেখানেই খেলেছেন সেখানেই তিনি রেকর্ড তৈরি করেছেন বা রেকর্ড ভেঙ্গেছেন। আর ৩৭ বছর বয়সে এসে এখনও তা বর্তমান রয়েছে।
প্রথম পর্যায়ে ক্রিশ্চিয়ানো রোনালদো মানুষের কাছে রিয়েল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য অনেক বেশি পরিচিত ছিল। কিন্তু স্পোর্টিং সিপির এবং জুভেন্টাস এর জন্য খেলে তিনি তার কৃতিত্বের অবদান রেখেছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২১ সালে ইউনাইটেডে ফিরে আসার পর প্রথম হ্যাটট্রিকটির মাধ্যমে তার ক্যারিয়ারের ৮০৭ গোল পূর্ণ করে। যা ইতিহাসে তাকে সর্বোচ্চ গোলদাতা হিসেবে স্বীকৃতি প্রদান করে।
রোনালদোর মোট গোলসংখ্যা কত এর ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ এবং পর্তুগাল জাতীয় দলের ইতিহাসে সব থেকে বেশি ট্রফি অর্জন করা খেলোয়াড়। ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২২ সালের ১২ই মার্চ ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ৩-২ গোল প্রিমিয়াম লীগের একটি নাটকীয় খেলা উপহার দেন। সেই খেলাই ক্রিশ্চিয়ানো রোনালদো একাই ৩ টি গোল করেন। ক্লাব ভেদে রোনালদোর ম্যাচ খেলার সংখ্যা এবং রোনালদোর ক্যারিয়ারের মোট গোল সংখ্যা কত নিচে তুলে ধরা হলো।
ক্লাব পরিসংখ্যানে রোনালদোর গোল সংখ্যা
ক্লাবের নাম | মোট ম্যাচ | মোট গোলের সংখ্যা |
রিয়েল মাদ্রিদ | ৪৩৮ | ৪৫০ |
ম্যানচেস্টার ইউনাইটেড | ৩৪৫ | ১৪৫ |
জুভেন্টাস | ১৩৪ | ১০১ |
স্পোর্টিং সিপি | ৩১ | ৫ |
পর্তুগাল | ১৯২ | ১১৮ |
মোট | ১১৪০ | ৮১৯ |
তাহলে আমরা জানতে পারলাম ক্রিশ্চিয়ানো রোনালদোর মোট গোল সংখ্যা কত ৮১৯ টি। ৩৭ বছর বয়সী এই খেলোয়াড় ফিফা বিশ্বকাপে ১৭ ম্যাচে ৭ টি গোল করেছেন। ২০০৬ সাল থেকে প্রতিটি টুর্নামেন্টের খেলায় ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করেছেন।
রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর মোট গোল সংখ্যা
এখন আমরা আলোচনা করব রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর মোট গোল সংখ্যা। রোনালদো ফুটবলের চেহারা তখনই বদলে দিয়েছেন যখন তিনি রিয়াল মাদ্রিদে যুক্ত হয়েছেন। ওই সময়কে আধুনিক ফুটবলের স্বর্ণালী সময় বলা হয়। ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ৪ বার চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি চিতেছেন। আর ব্যক্তিগত ভাবে রোনালদো ৪ বার “ব্যালন ডি’অর” অর্জন করেছেন। যা একজন ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে অনেক বেশি।
ক্রিশ্চিয়ানো রোনালদো লস ব্লাঙ্কের হয়ে খেলা ম্যাচে বেশি রেকর্ড ভেঙ্গেছেন। ২০১৫-১৬ মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাবের সর্বকালের সর্বোচ্চ স্কোরার এবং চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। চলুন এক নজরে দেখে আসি রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর মোট গোল সংখ্যা কত।
বছর | মোট ম্যাচ | মোট গোলের সংখ্যা |
২০০৯-১২ | ১৪৪ | ১৪৬ |
২০১২-১৪ | ১০২ | ১০৬ |
২০১৪-১৬ | ১০২ | ১১২ |
২০১৬-১৮ | ৯০ | ৮৬ |
মোট | ৪৩৮ | ৪৫০ |
পর্তুগালের হয়ে রোনালদোর মোট গোল সংখ্যা
এখন আমরা আলোচনা করব রোনালদোর ক্যারিয়ারের মোট গোল সংখ্যা কত এর পর্তুগালের হয়ে রোনালদোর গোল সংখ্যা কত। রোনালদোর মধ্যে জাতীয় দল এবং ক্লাবে খেলায় তেমন কোন পার্থক্য নেই। তবে অনেক খেলোয়াড় আছে যাদের ক্লাব এবং জাতীয় দলের খেলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রোনালদো ক্লাব এবং জাতীয় দলের হয়ে খেলার সময় তার খেলার সামঞ্জস্য এবং গোলের পরিমাণ প্রায় একই।
রোনালদো জাতীয় দলের অভিষেকের বছরে তার কোনো গোল ছিল না। কিন্তু এরপর থেকে রোনালদো গোল করা যে শুরু করেছেন তা এখন ও বজায় রেখেছেন।। যার ফলে রোনালদো এখন পর্যন্ত পর্তুগালের সর্বোচ্চ স্কোরার এবং আন্তর্জাতিক ফুটবলের সর্বাধিক গোলের অধিকারী। ২০১৬ সালের ইউরো এবং ২০১৯ সালের নেশনস লীগ রোনালদোর করা গোল এই ম্যাচগুলো জিততে সাহায্য করেছিল।
পর্তুগালের হয়ে রোনালদোর মোট গোল সংখ্যা
বছর | মোট ম্যাচ | মোট গোলের সংখ্যা |
২০০৩-০৫ | ২৯ | ৯ |
২০০৬-০৮ | ৩২ | ১২ |
২০০৯-১২ | ৩৯ | ১৭ |
২০১৩-১৬ | ৩৬ | ৩১ |
২০১৭-২০ | ৩৪ | ৩৪ |
২০২১-২২ | ২২ | ১৬ |
মোট | ১৯২ | ১১৮ |
রোনালদো তার ক্যারিয়ারে ক্লাব এবং জাতীয় পর্যায়ে অনেক গোল করেছেন। বর্তমানে রোনালদোকে সর্বশ্রেষ্ঠ গোল স্কেরারদের একজন হিসেবে ধরা হয়। রোনালদো সর্বোচ্চ স্তরে খেলার সময় নিয়মিতভাবে পূর্বেকার খেলোয়াড় এবং তাদের রেকর্ড ভেঙ্গে চলেছেন। রোনালদোর ব্যক্তিগত এবং ক্লাব পর্যায়ে বেশিরভাগ সাফল্য এসেছে রিয়াল মাদ্রিদের কাছ থেকে। রোনালদো পর্তুগালের সর্বোচ্চ গোল স্কোরারে একজন।
পরিশেষে
আপনাদের জন্য কিছু কথা। আশা করি মেসি ও রোনালদোর গোল সংখ্যা এ সম্পর্কে উপরে আলোচিত বিষয় হতে আপনারা পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়েছেন। উপরিউক্ত আলোচনায় আমরা মেসি ও রোনালদোর মোট গোল পরিমান কত তা তুলে ধরার চেষ্টা করেছি।
অবশেষে আমার কিছু কথা। আজকে আমি আপনাদের সাথে মেসি ও রোনালদোর ক্যারিয়ারের মোট গোল সংখ্যা কত এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আর্টিকেলটি থেকে মেসি ও রোনালদোর মোট গোল সংখ্যা কত এই প্রশ্নের উত্তর পেয়েছেন।