বিজ্ঞান সৃজনশীল লেখার নিয়ম, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সৃজনশীল যুক্ত করা হয় যেটা ছাত্র-ছাত্রীদের জ্ঞান বিকাশের পরিধি বাড়াতে, পাঠ্যবয়ের যে কোন বিষয়ের উপর পুর্ণভাবয়ে জানা এবং বিশ্লেষন করার সক্ষমতা হলো সৃজনশীলতার কাজ। অনেকে বলেন সৃজনশীল প্রশ্ন বলতে কি বোঝায়, সৃজনশীল প্রশ্ন হলো পাঠ্য বইয়ের জ্ঞানের আলোকে নির্মিত একটি মৌলিক উদ্দীপকের সাহায্য শিক্ষার্থীদের জ্ঞান, অনুবাধন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যাচাই করা যায় যে প্রশ্নের মাধ্যমে তাকে সৃজনশীল প্রশ্ন বলে। বিজ্ঞান সৃজনশীল লেখার নিয়ম কি, আপনি বাংলা বিষয় যেভাবে সৃজনশীল লিখবেন একই ভাবে বিজ্ঞানের বিষয়েও লিখতে হবে, তবে পাঠ্য বইয়ের আলোকে আপনার যুক্তি দিতে হবে, নিচে বিজ্ঞান সৃজনশীল লেখার নিয়ম তুলে ধরা হলো।
বিজ্ঞান সৃজনশীল লেখার নিয়ম
সাধারনত আড়াই ঘন্টায় সাতটি সৃজনশীল ,লিখতে হলে এক একটা সৃজনশীল লিখতে আপনার সময়য় লাগবে ২১ মিনিট, তবে পরীক্ষার হলে গেলে সময়য় একটা সমস্যা হয়ে দাঁড়ায়, আমাদের একটা সৃজনশীল লিখে ৩০ ,মিনিটের বেশি লেগে যায়, তাই আমি এই লেখার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো কম সময়ে কিভাবে বিজ্ঞান সৃজনশীল লিখতে হবে।
বিজ্ঞান সৃজনশীল লেখার নিয়ম জ্ঞানমূলক
জ্ঞানমূলক সৃজনশীল আমাদের প্রশ্নপত্রের ক অংশে থাকে, এবং এই প্রশ্নটির উওত্তর লিখতে পারলে ১ নাম্বার দেয়া হয়। এই ক নাম্বার প্রশ্নের জন্য আমাদের লিখতে হয় পাঠ্য বইয়ের সেই প্রশ্নের উপর এক কথায় উত্তর লেখা, কিন্ত কিছু শিক্ষার্থী এই ক নম্বারের প্রশ্নের উত্তর তিন চার লাইন লিখে ফেলেন যেখানে সময়য় নষ্ট হত।
মনে রাখবেন ক নাম্বার প্রশ্নের জন্য এক নাম্বার দেওয়া হয় সুতরাং এক কথায় উওর লিখতে হবে, আপনি তিন চার লাইন লিখে সময়য় নষ্ট করবেন না। আর এই প্রশ্নের উওত্তর লিখতে আপনাকে ২ মিনিটের বেশি সময় ব্যয় করা যাবে না।
অনুধাবন
এটি সৃজনশীল প্রশ্নের খ অংশ । এই খ নাম্বার প্রশ্নে কী বোঝায় ব্যাখা করো, বর্ণনা করো এটি বোঝায়, এই প্রশ্নটা বই থেকে আসে আবার কখনো কখনো উদ্দীপক থেকেও দিয়ে দেই। এই প্রশ্নের জন্য আপনাকে দুই মার্ক দেওয়া হয় আর এই প্রশ্নের উওর আপনাকে দুই প্যারাই শেষ করতে হবে। বেশি বিশ্লেষন করা যাবে না দুই প্যারার এই উত্তর শেষ করতে হবে।
খ নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর ৫ লাইনের দিয়ে দেবেন এবং এই প্রশ্নের জন্য ৫ মিনিটের বেশি লাগাবেন না।
প্রয়োগ
সৃজনশীল প্রশ্নের গ নাম্বার প্রশ্ন আসে প্রয়োগ মূলক, এবং এই প্রশ্নের জন্য তিন নাম্বার দেওয়া হয়, এই প্রশ্নে ব্যাখা করতে বলে বা কোন কিছুর সূত্র, নিয়ম, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উদ্দীপক ভালো করে পড়তে হয়, এটি সাধারণত তিন প্যারায় লিখতে হয়।
প্রতি প্যারাতে ৫ লাইন করে উওর লিখতে হয়, এবং তিন নাম্বার প্যারাতে পুরোপুরি ব্যাখা লিখতে হয়, এটা সৃজনশীল প্রশ্ন আপনাকে প্রয়োগ মূলক প্রশ্নে বেশ সুন্দর করে ব্যাখা করতে হবে, এই প্রশ্নটার উওর দেওয়ার জন্য ৫-৭ মিনিট সময় নিবেন।
বিজ্ঞান দক্ষতামূলক প্রশ্ন লেখার নিয়ম
আমাদের সৃজনশীল প্রশ্নে ঘ নাম্বার প্রশ্ন হলো দক্ষতা মূলক, এটা উচ্চতর দক্ষতা, আপনি এই প্রশ্নের উওত্তর লিখলে চার নাম্বার পাবেন সুতরাং আপনি সেভাবেই লিখবেন, আপনার প্রশ্ন পত্রের উদ্দীপক ভালো করে পড়ে নিবেন, ৪ প্যারাই এই প্রশ্নের উওর লিখবেন। আপনার পাঠ্য বইয়ে যেটা আছে সেখান থেকে কিছু লিখতে হবে এবং উওদ্দীপক বুঝে সেখান থেকে আপনাকে দক্ষতা প্রমান দিতে হবে।
আপনি যদি কিছু বানায় লিখতে চান তাহলে আপনার যুক্তি দিতে হবে, আর এই প্রশ্নের উওর ৭ থেকে ৮ লাইন লিখতে হবে, আপনি যত গুছিয়ে লিখতে পারবেন ।
এই প্রশ্নটার উওত্তর লেখার জন্য আপনাকে ৮-১০ মিনিট সময় নিতে হবে, এর বেশি সময় নেওয়া ঠিক হবেনা কারন সময়য় মেনে আপনার বাকি সৃজনশীল গুলোরও উওত্তর লেখা দরকার।
আরো পড়ুন: হজ পালনের নিয়মাবলী
বিজ্ঞান সৃজনশীল কত পৃষ্ঠার করে লিখতে হয়
ক নাম্বার প্রশ্নের জন্য এক বাক্যে উওর লিখতে হবে এটার জন্য আপনি ১ নাম্বার পাবেন।
খ নাম্বার প্রশ্ন লিখতে হবে ৫ থেকে ৬ বাক্যে, আপনাকে ক এবং খ নাম্বার প্রশ্ন এক পৃষ্ঠায় শেষ করতে হবে,এতে করে আপনার খাতার সৌন্দর্য বজায় থাকবে।
গ নাম্বার প্রশ্ন লিখতে আপনাকে দেড় পৃষ্ঠা ব্যবহার করতে হবে।
এবং ঘ নাম্বার প্রশ্ন লিখতে দুই পৃষ্ঠা ব্যবহার করতে হবে আর এভাবে আপনি বিজ্ঞান সৃজনশীল লিখতে পারবেন।
প্রাসঙ্গিক বিষয় ঠিক রেখে লিখে যাওয়া
বিজ্ঞানে সৃজনশীল প্রশ্ন বিশেষ করে গ ও ঘ নাম্বার লেখার ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয় ঠিক রেখে লিখতে হয়। কেননা অন্যান্য সাবজেক্ট এর মত বিজ্ঞানে গ ও ঘ নাম্বারে শুধুমাত্র বেশি দেখলেই বেশি নাম্বার পাওয়া যাবে ধারণ ছাড়তে হবে। সেক্ষেত্রে বিজ্ঞানে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময় প্রাসঙ্গিক বিষয় ঠিক রেখে লিখতে হবে।
চিত্রভিত্তিক প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করা
বিজ্ঞানে সৃজনশীল প্রশ্নে ভালো করতে গেলে চিত্রভিত্তিক প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করে যেতে হবে। কেননা বিজ্ঞান বিষয়ের সৃজনশীল প্রশ্নের চিত্রে সামান্য ভুল করলে নাম্বার অনেক কম পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও বিজ্ঞানে চিত্রভিত্তিক সৃজনশীল প্রশ্ন লিখলে তুলনামূলকভাবে বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে। তাই বিজ্ঞান বিষয়ে সৃজনশীল প্রশ্নের ভালো করতে গেলে অবশ্যই চিত্রভিত্তিক প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করা।
প্রশ্নপত্রে উল্লেখিত মানবন্টন অনুযায়ী লেখার পরিমাণ নির্ধারণ করা
সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে সবার প্রথমে এটা মাথায় রাখতে হবে তাহলে প্রশ্নপত্র উল্লেখিত মানবন্টন অনুযায়ী উত্তর লিখতে হবে। সেক্ষেত্রে যে প্রশ্নের যেমন মানবন্টন থাকবে সেই প্রশ্নের উত্তর তেমনভাবে লিখতে হবে। কোনভাবেই প্রশ্নের উত্তর অযথা বড় করা চলবে না।
( সবার আগে সঠিক তথ্য পেতে ফলো করুন আমাদের Google News, পেজ)