ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো – ছেলেরা তাদের চুলকে খুব বেশি ভালো বাসে, এবং নিজের চেহারার যত্নের সাথে তারা চুলের যত্ন সমান ভাবে নিয়ে থাকে। কারণ বেশির ভাগ সময়য় ছেলেরা বাইরে থাকে, ধুলাবালিতে চুলের অবস্থা খারাপ দেখাই, খুশকি একটা বড় সমস্যা। অনেকে জান চান কোন শ্যাম্পু গুলো ছেলেদের ব্যবহারের জন্য ভালো ? তাদের জন্য এই লেখাটা কারণ এখানে এমন ৮ টা শ্যাম্পুর কথা উল্লেখ করবো যে গুলো ব্যবহার করলে চুল থাকবে সতেজ এবং সুন্দর আর খুশকির চিন্তাও থাকবেনা, বাংলাদেশের এমন ৮ টা শ্যাম্পু ব্যান্ড যে গুলো আপনি নিজের জন্য কোন চিন্তা ছাড়া ব্যবহার করতে পারেন।
ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো
ছেলেদের চুলের জন্য ভালো এমন ৮ টা শ্যাম্পুর নাম বলবো যে গুলো ব্যবহার করলে আপনার চুলের জন্য ভালো হবে, আপনি দেশি ব্রান্ডের শ্যাম্পু দিয়ে আপনার চুলের স্বাস্থ্য ঠিক করতে পারেন।
ডাভ শ্যাম্পু ( Dove Shampoo )
আপনি নিশ্চই ডাভ শ্যম্পুর নাম শুনে থাকবেন ? বাংলাদেশে এটার জনপ্রিয়তা ভালোই, দেশের গ্রাম বা শহরে দুই জাইগাতেই এই শ্যাম্পু ব্যবহার করে মানুষ, এই শ্যাম্পুর কিছু বিশেষ গুন আছে যেমন চুলের আদ্রতা বজাইয় রাখে সাথে চুলকে রাখে সুন্দর এবং পরিষ্কার।
এই শ্যাম্পু ছেলেদের জন্য ভালো, আপনার মাথার চুল পড়া রোধ করবে, সাথে চুলের লম্বা হতে সাহজ্য করে, এটা ন্যাচেরাল শ্যাম্পু হিসাবেও বিবেচিত, শুষ্ক এবং নর্মাল সব ধরনের চুলের জন্য এই শ্যাম্পু উপকারী।
ছেলেদের চুলের যত্নে ডাভ শ্যাম্পু যেভাবে ব্যবহার করবেন, ডাভ কন্ডিশনারের সাথে যদি ডাভ শ্যাম্পু ব্যবহার করেন তাহলে আপনার চুল অনেক বেশি উজ্জ্বল দেখাবে।
- এই শ্যাম্পুতে আছে দারুণ সুঘ্রাণ
- চুলের ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা করতে এতে আছে ডাভ হেয়ার কেয়ার।
- চুলের উষ্কখুষ্ক ভাব দুর করার জন্য ডাভ শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
- এই শ্যাম্পু ব্যবহার করে আপনি শক্ত এবং মোলায়েম চুল পাবেন।
সানসিল্ক শ্যাম্পু
বাংলাদেশে আরেক জনপ্রিয় চুলের শ্যাম্পু ব্রান্ড হলো সানসিল্ক, অন্যান্ন সানসিল্ক শ্যাম্পুর থেকে কো-ক্রিয়েশন ব্লাক শাইন শ্যাম্পু অনেক ভালো কাজে দেই, এই শ্যাম্পুর পুষ্টিগুন চুলের আরো গভীরে যেয়ে চুলকে গোড়া থেকে সোজা রাখতে সাহায্য করে।
প্রচুর ফ্যানা পেতে এই শ্যাম্পুর জুড়ি নেই, এতে যে সুগন্ধী ব্যবহার করা হয় সেটা গোসল করার অনেক সময় পরও দৈর্ঘ্য হয়, চুলের প্রাকৃতীইয় উজ্জলতা ফিরিয়ে আনতে এই শ্যাম্পু অনেক ভালো ভূমিকা পালন করে,
প্যান্টিন প্রো-ভি ন্যাচার ফিউশন শ্যাম্পু | ছেলেদের চুলের ভালো শ্যাম্পু
প্যান্টিন প্রো-ভি ন্যাচার ফিউশন শ্যাম্পু চুলের জন্য বেশ ভালো, এই শ্যাম্পু চুলের আদ্রতা বাড়ায় সেই সাথে চুলকে করে নরম, কম দাম এবং ভালো উচ্চ মানের হওয়াতে এই শ্যাম্পুর বেশ চাহিদা আছে বাংলাদেশে । ড্যামেজ ডিটক্স ডীপ ক্লীন্স পিউওরিফাইং নামে প্যান্টিন এর একটা ক্ল্যারিফাইং শ্যাম্পু বাজারে পাওয়া যায় ।
ল’অরিয়াল প্যারিস টোটাল রিপেয়ার ফাইভ
চুল ভাঙ্গা, অনুজ্জল, চুলপড়া রুক্ষতা, এই সমস্যা গুলো সমাধানের জন্য ল’অরিয়াল শ্যাম্পু বেশ কাজ করে, আপনি এই শ্যাম্পু ব্যবহার করলে আপনার মাথার চুল পড়া সমস্যার ঝুকি থাকবেনা, পেটেন্টেড, সিরামাইড, কেসনিক পলিমার ও এমিনো এসিড দিয়ে এই শ্যাম্পু তৈরির উপাদান।
কন্ডিশনার ছাড়াই এই শ্যাম্পু ভালো কাজে দেই, ল’অরিয়াল শ্যাম্পু চুলের সব ধরনের সমস্যার সমাধান করে এবং গোড়া থেকে নতুন চুল গজাতে সাহাজ্য করে।
ট্রিসেমি কেরাটিন স্মুথ শ্যাম্পু | ছেলেদের চুলের ভালো শ্যাম্পু
ট্রিসেমি কেরাটিন স্মুথ শ্যাম্পু এটি পরিক্ষিত এবং সবার ব্যবহারের জন্য উন্নতমানের শ্যাম্পু, আপনি যদি ল’অরিয়াল শ্যাম্পু ব্যবহার না করতে চান তাহলে এটা ব্যবহার করে দেখতে পারেন, আপনার চুলের রঙ ফিরিয়ে আনতে এবং কড়া রোদের মধ্যে চুলের পুষ্টিগুন ধরতে রাখতে পারে এই শ্যাম্পু।
আপনি যদি আপনার চুলকে ঘন করতে চান তাহলে সপ্তাহ ৩ দিন এই শ্যাম্পু ব্যবহার করতে পারেন, কারণ এই শ্যাম্পু তৈরি হয়েছে লো সালফেট ফর্মুলায় সুতারাই আপনি ব্যবহার করতে পারেন।
ক্লিনিক প্লাস শ্যাম্পু | ছেলেদের চুলের ভালো শ্যাম্পু
আপনার মাথায় যদি খুব বেশি খুশকি থাকে তাহলে আপনি এই শ্যাম্পু ব্যবহার করতে পারেন, আমাদের সব ব্রান্ডের শ্যাম্পু ব্যবহার না করার চেয়ে চুলের সমস্যা বুঝে আপনি সেই ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আপনার চুলকে সুন্দর এবং সতেজ রাখার জন্য ক্লিনিক প্লাস ভালো অপশন হতে পারে ব্যবহারের জন্য। তবে যদি আপনি ইন্ডিয়ান ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যাবহার করেন তাহলে আরো ভাল হবে।
ছেলেদের চুলের জন্য ভালো শ্যাম্পুর গুরুত্ব
আপনি যদি সপ্তাহ একদিনও শ্যাম্পু ব্যবহার না করেন সে ক্ষেত্রে আপনার চুল রুক্ষ এবং জট হয়ে যেতে পারে, চুলের উজ্জলতা নষ্ট হবে, ধুলাবালি চুলে লেগে চুল ঝরে পড়া সমস্যা দেখা দিতে পারে, আর এইসব থেকে রক্ষা পেতে চুলের জন্য শ্যাম্পুর ভূমিকা অপরিসিম।
আমি উপরে উল্লেখ করে দিয়েছি যে শ্যাম্পু গুলো ছেলেদের ব্যবহারের জন্য ভালো হবে, আপনি এখান থেকে নিজের ব্যবহারের জন্য শ্যাম্পু বেছে নিতে পারেন।
চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো
ছেলেদের চুলের জন্য ভালো শ্যাম্পু কোনটা ?
ডাভ শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু ছেলেদের চুলের জন্য ভালো শ্যাম্পু
রুক্ষ চুলের জন্য কোন শ্যাম্পু ভালো ?
ডাভ শ্যাম্পু রুক্ষ চুলের জন্য কোন শ্যাম্পু ভালো