কমার্স এ কি কি সাবজেক্ট আছে, কমার্স এ গ্রুপ সাবজেক্ট গুলি কি কি? ছাত্রছাত্রীরা হাই স্কুলে অষ্টম শ্রেণী শেষ করে নবম শ্রেণীতে উঠলেই এ ধরনের প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান। আজকের আর্টিকেলটিতে নবম দশম শ্রেণীতে, একাদশ দ্বাদশ শ্রেণীতে ও অনার্সে কমার্সের কি কি সাবজেক্ট আছে, কমার্সের ছাত্র-ছাত্রীদের কোন কোন বিষয় নিয়ে পড়তে হয় তা জানানো হবে। তাহলে চলুন দেখে আসি নবম দশম শ্রেণীতে কমার্সের কি কি সাবজেক্ট আছে।
নবম দশম শ্রেণীতে কমার্সের সাবজেক্ট
নবম দশম শ্রেণীতে কমার্সের ছাত্রছাত্রীদের জন্য আলাদাভাবে তিনটি গ্রুপ সাবজেক্ট থাকে এছাড়াও একটি থাকে অপশনাল সাবজেক্ট বা ফোর সাবজেক্ট । তাছাড়া বাকি সাবজেক্টগুলো সব স্টুডেন্টদের জন্য সমান থাকে বাকি সাবজেক্ট গুলোর মধ্যে রয়েছে বাংলা, সাধারণ গণিত, ইংরেজি ইত্যাদি।
নবম দশম শ্রেণীর কমার্সের সাবজেক্ট
১.হিসাববিজ্ঞান
২.ফিন্যান্স ও ব্যাংকিং
৩.ব্যবসায় উদ্যোগ
এছাড়াও নবম দশম শ্রেণীর কমার্সের স্টুডেন্টদের জন্য ফোর সাবজেক্ট হিসেবে থাকে কৃষি শিক্ষা অথবা গার্হস্থ্য।
এইচএসসি ( একাদশ, দ্বাদশ শ্রেণীতে) কমার্সের সাবজেক্ট
এইচএসসিতে অর্থাৎ একাদশ, দ্বাদশ শ্রেণীতে কমার্সের সাবজেক্ট থাকে চারখানা। এই চারখানা সাবজেক্টের প্রত্যেকটির প্রথম পত্র ও দ্বিতীয় পত্র আকারে মোট ৮টি সাবজেক্ট থাকে। তাছাড়া এইচএসসিতে বাংলা প্রথম ও দ্বিতীয়, ইংরেজি ও প্রথম দ্বিতীয়, আইসিটি ইত্যাদি অন্যান্য বিষয়গুলো সব বিভাগের ছাত্র-ছাত্রীদের থাকে। চলুন দেখে আসি এইচএসসিতে (একাদশ, দ্বাদশ) কমার্সের গ্রুপ সাবজেক্ট গুলো কি কি।
এইচএসসিতে কমার্সের গ্রুপ সাবজেক্ট
১.হিসাববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র
২.ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র
৩.উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র ও দ্বিতীয় পত্র
৪.ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ও দ্বিতীয়
পত্র
অনার্সে (বিবিএ) কমার্সের সাবজেক্ট কি কি
অনার্সে কমার্স ছাড়াও অন্য বিভাগের ছাত্রছাত্রীরা চাইলেই কমার্সের যেকোনো সাবজেক্টে অনার্স করতে পারে। তবে, কমার্সের ছাত্রছাত্রী ছাড়া অন্য বিভাগের ছাত্র-ছাত্রীদের কমার্সের যেকোনো সাবজেক্টে অনার্স করা তুলনামূলক কষ্টসাধ্য। চলুন দেখে আসি অনার্সে ( বিবিএ) কমার্সের সাবজেক্ট কয়টি ও কি কি।
অনার্সে ( বিবিএ) কমার্সের সাবজেক্ট সমূহ
কমার্সের ছাত্রছাত্রীরা অনার্সে (বিবিএ) তে স্পেশালি চারটা সাবজেক্ট এর উপর বিবিএ করতে পারে সেগুলি হল।
১.হিসাববিজ্ঞান (একাউন্টিং)
২.ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট)
৩.মার্কেটিং
৪.ফিন্যান্স এন্ড ব্যাংকিং
আরো পড়ুন: খেলাধুলার সকল আপডেট এখানে দেখুন
তবে কমার্সের স্টুডেন্টরা অনার্সে শুধুমাত্র বিবিএর ক্ষেত্রে উল্লেখিত সাবজেক্টগুলোতে অনার্স করবে এছাড়াও তারা বাংলা সাহিত্যে,ইংরেজি সাহিত্যে, তথ্যপ্রযুক্তি আইসিটি ইত্যাদি সাবজেক্টেও অনার্স করতে পারবে।