ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে? ওয়ানডে বিশ্বকাপ কবে ২০২৩ জানতে চান অনেকেই। আজকে তাদের জন্য থাকছে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। ওয়ানডে বিশ্বকাপের প্রথম আসর বসে ১৯৭৫ সালে ইংল্যান্ডে এরপর থেকে প্রত্যেক চার বছর পর পর শেষ হয়েছে ওয়ানডে ক্রিকেটের ১২টি বিশ্বকাপ আসর। যার সর্বশেষ আসর ছিল ২০১৯ সালে ইংল্যান্ডে। চলতি বছর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসা শুরু হতে যাচ্ছে পাশের দেশ ইন্ডিয়াতে। প্রথমে জেনে আসি ওয়ানডে বিশ্বকাপ কবে ২০২৩।
ওয়ানডে বিশ্বকাপ কবে ২০২৩
ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর ২০২৩ শুরু হতে যাচ্ছে আর কিছুদিন পরেই। এবার বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে থাকছে ইন্ডিয়া। ইন্ডিয়া এর আগে দুইবার ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করলেও এই প্রথমবার পুরো টুর্নামেন্ট নিজেরাই আয়োজন করবে। ইন্ডিয়া সর্বশেষ ২০১১ সালে শ্রীলংকা ও বাংলাদেশের সাথে যৌথভাবে আয়োজন করেছিল ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়ে গেছে দিন গণনা। সবাই জানতে চায় ওয়ানডে বিশ্বকাপ কবে ২০২৩।
ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর শুরু হবে আগামী ৫ই অক্টোবর ২০২৩ থেকে যেটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর ২০২৩ তারিখে। ওয়ানডে বিশ্বকাপ কবে ২০২৩ নিয়ে যেমন ক্রিকেটপ্রেমীদের ভিতরে উত্তেজনা কাজ করছে তেমনিভাবে বিশ্বকাপকে সামনে রেখে সবার মনে কৌতুহল জেগেছে ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে? তাহলে চলুন জেনে আসি ওয়ানডে বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে।
ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে
ক্রিকেটে ৫০ ওভারের ওয়ানডে ফরম্যাট শুরু হয় ১৯৭১ সাল ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে। যেটির প্রথম বিশ্বকাপ, অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপের প্রথম আসর বসে ১৯৭৫ সালে ইংল্যান্ডের। ওয়ানডে বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় দ্বীপপুঞ্জ রাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকে প্রত্যেক চার বছর পর পর ওয়ানডে ক্রিকেটের হয়ে গেছে ১২ টি বিশ্বকাপের আসর। এই ১২টি বিশ্বকাপের মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে সর্বোচ্চ ৫ বার বিশ্বকাপ, ইন্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ২ বার করে। এছাড়াও ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকা ওয়ানডে বিশ্বকাপ জিতেছে একবার করে।
চলুন জেনে আসি ওয়ানডে ক্রিকেটের হয়ে যাওয়া ১২টি বিশ্বকাপের আসরের মধ্যে ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে তার ধারাবাহিক পরিসংখ্যান।
ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ৫টি শিরোপা ১৯৮৭,১৯৯৯,২০০৩, ২০০৭, ২০১৫
ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ৫ বার কাপ নিয়েছে ক্রিকেটের দেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয় লাভ করে ১৯৮৭ সালে। যে বিশ্বকাপের আয়োজক দেশ ছিল যৌথভাবে ভারত ও পাকিস্তান। এই বিশ্বকাপে ফাইনালে ইংল্যান্ড কে ৭ রানে পরাজিত করে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয় লাভ করে। এরপর ১৯৯৯ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত হয়ে যাওয়া পরপর তিনটি ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার নিজেদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জয়লাভ করে ফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত করে।
এরপর ২০০৩ সালে জিম্বাবুয়ে বিশ্বকাপের ফাইনালে ভারতকে ১২৫ রানে পরাজিত করে বিশ্বকাপের তৃতীয় শিরোপা জয়লাভ করে অস্ট্রেলিয়া। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপেও অস্ট্রেলিয়া ধরে রাখে নিজেদের আধিপত্য। বিশ্বকাপে ফাইনালে শ্রীলঙ্কাকে ৫৩ রানে পরাজিত করে নিজেদের চতুর্থ শিরোপা জয়লাভ করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ২০১৫ সালে নিজেদের মাটিতে। ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে জয় লাভ করে ওয়ানডে বিশ্বকাপের পঞ্চম শিরোপা। অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত সর্বাধিক ৫বার ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয়লাভ করেছে।
ওয়ানডে বিশ্বকাপে ইন্ডিয়ার ২টি শিরোপা ১৯৮৩ ও ২০১১
ওয়ানডে বিশ্বকাপে ইন্ডিয়া এখনো পর্যন্ত দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। ইন্ডিয়া ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয় ১৯৮৩ সালে ইংল্যান্ড বিশ্বকাপে। এই বিশ্বকাপে ফাইনালে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে পরাজিত করে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয় লাভ করে। এরপর ২০১১ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা – ইন্ডিয়া যৌথ বিশ্বকাপে নিজেদের মাটিতে ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে পরাজিত করে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা জয়লাভ করে ইন্ডিয়া। ২০২৩ সালে এবার একক ভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে ইন্ডিয়া। তাই এ বছর বিশ্বকাপে নিজেদের তৃতীয় শিরোপা জয়লাভ করার মোক্ষম সুযোগ থাকছে দেশটির।
ওয়ানডে বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের দুটি শিরোপা ১৯৭৫ ও ১৯৭৯
ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া দল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ সালে ইংল্যান্ড বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭ রানে পরাজিত করে ওয়ানডে বিশ্বকাপের প্রথম শিরোপা জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজ। এটি ছিল ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের প্রথম আসর। এরপর ১৯৭৯ সালে ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় আসরেও চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৯ সালে সেবারও ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ইংল্যান্ড। ফাইনালে স্বাগতিক ইংল্যান্ড কে ৯২ রানে পরাজিত করে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয শিরোপা জয় লাভ করে ওয়েস্ট ইন্ডিজ। তবে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ ইতিহাসের প্রথম দুটি আসরে পরপর দুবার চ্যাম্পিয়ন হলেও এরপরের ১০টি আসরে জিততে পারেনি একটিও শিরোপা।
পাকিস্তানের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ শিরোপা ১৯৯২, ইংল্যান্ড বিশ্বকাপ
ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে তার হিসাবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ১বার ১৯৯২ সালে ইংল্যান্ড বিশ্বকাপে। ১৯৯২ সালের ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান স্বাগতিক ইংল্যান্ডকে ২২ রানে পরাজিত করে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা জয় লাভ করে। এখনো পর্যন্ত সেটিই পাকিস্তানের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ শিরোপা।
ওয়ানডে বিশ্বকাপে শ্রীলংকার একমাত্র শিরোপা ১৯৯৬ সালে
১৯৯৬ সালে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথ আয়োজনে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয় লাভ করে অর্জুন রানাতুঙ্গার দল শ্রীলংকা। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে পরাজিত করে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা জয়লাভ করে শ্রীলংকা। এখনো পর্যন্ত শ্রীলংকা ওয়ানডে বিশ্বকাপ একবার জয়লাভ করেছে।
ইংল্যান্ডের প্রথম শিরোপা ২০১৯ সালে নিজেদের মাটিতে
ক্রিকেটের পথ চলা ইংল্যান্ডের হাত ধরে শুরু হলেও ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম শিরোপা জয়লাভ করতে অপেক্ষা করতে হয়েছে বিশ্বকাপের ১১ টি আসর। অবশেষে ২০১৯ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের প্রথম শিরোপা জয়লাভ করে ইংল্যান্ড। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে মূল ৫০ ওভারের খেলায় ম্যাচ ড্র হলে সুপার ওভারে নিউজিল্যান্ডকে বাউন্ডারি ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা জয়লাভ করে ইংল্যান্ড।
উল্লেখ্য যে সুপার ওভারেও ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচ ড্র হয়েছিল। কিন্তু ইংল্যান্ড বাউন্ডারি ব্যবধানে এগিয়ে থাকায় আইসিসির নতুন নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন হয়। সেই সাথে প্রায় ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটে ইংল্যান্ড ক্রিকেটের। জয় লাভ করে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা।
ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের ১৩ তম আসর ২০২৩ শুরু হতে যাচ্ছে আগামী ৫ই অক্টোবর থেকে। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ইন্ডিয়া। ইন্ডিয়া এই প্রথমবারের মতো এককভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে। ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর শেষে ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে শিরনামার এই পোস্টের আপডেট পাবেন।
আশাকরি ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে আপডেট জানতে পেরেছেন আরো জানতে নিচে কমেন্ট করেতে পারেন।
আরো পড়ুন: কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কে কতবার ১৯১৬-২০২২
( সবার আগে সঠিক তথ্য পেতে ফলো করুন আমাদের Google News, পেজ)